বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

মুফতী ওয়াক্কাসের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক ও সমবেদনা

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, বেফাকের সহসভাপতি ও সাবেক মন্ত্রী, ইসলামী ধারার প্রবীণ রাজনীতিবিদ মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মামুনুল হক।

বুধবার (৩১ মার্চ) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতি এই শোক প্রকাশ করেন তারা।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মুফতী ওয়াক্কাস দীর্ঘ সময়ে হাদীসের খেদমত তথা বুখারী শরীফের দরস দিয়েছেন। তিনি দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য মৃত্যুর আগ পর্যন্ত ভূমিকা পালন করেছেন। দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্রের মোকাবেলায় তার অবদান স্মরনীয়। তিনি একজন ইসলামী স্কলার। ইসলামী শিক্ষা প্রচারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশ ও দেশের বাহিরে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তার মৃত্যু দেশ একজন হাদীসের খাদেম ও জাতীয় রাহবারকে হারিয়েছে। যা পূরণ হওয়ার নয়।

নেতৃদ্বয় মরহুম মুফতী মুহাম্মাদ ওয়াক্কাসের রুহের মাগফিরাত কামনা করে তাঁর জন্য জান্নাতের সুউচ্চ মাকাম প্রার্থনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img