উচ্চ আদালত থেকে জামিন দেওয়ার পরেও বন্দিদের আটক রেখে জেলার ও জেল সুপার কর্তৃক আদালতের রায় অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন নামে একজন বন্দিকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। তার জামিনের কাগজ পত্রগুলো বিগত চারদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌছায়। তার পরিবার কারাগারে আসলে কর্তৃপক্ষ বলে ডিজিএফআই এবং এন এস আই এর ক্লিয়ারেন্স না আসা পর্যন্ত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছি তারা বলে এটা আমাদের কাজ না।
তিনি বলেন, জামিনের কাগজপত্র কারাগারে পৌছার পরে তাকে ২৪ ঘণ্টার বেশি আটকে রাখার সুযোগ নেই। আমরা আন্দোলন করার পর মোশাররফ নামক বন্দিকে চার থেকে ৫ দিন পর মুক্তি দেওয়া হয়েছে। এমন ঘটনা সারা দেশে অহরহ ঘটছে।
তিনি আরও বলেন, একজন মানুষ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর কাগজপত্র কারাগারে আসে। এর পরেও কারা কর্তৃপক্ষ তাদেরকে কেন হয়রানি করে। এই হয়রানি যেন না করে তাই সতর্কতামূলক বার্তা দেওয়ার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে এসে মানববন্ধন করেছি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আলতাফ হোসাইন, সদ্য কারামুক্ত ভুক্তভোগী মোশাররফ হোসেনসহ বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের অন্যান্য সদস্যরা।