ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের মোকাবেলা করা ফিলিস্তিনিদের জাতীয় দায়িত্ব।
আল-আকসা টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান।
তিনি বলেন, গাজ্জা থেকে পিছু হটতে এবং আগ্রাসন বন্ধ করতে রাজি নয় ইসরাইল। ফিলিস্তিনিদের সম্পূর্ণভাবে ধ্বংস করতে হাসপাতালগুলোতেও হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতি ও ইসরাইলি বন্দীদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়ে চলমান আলোচনাকে নানাভাবে বাধাগ্রস্ত করছে তেলআবিব।
সূত্র: এআরওয়াই নিউজ