মাদরাসা নিবন্ধন আইন কার্যকর হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান-এর সভাপতি মাওলানা ফজলুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান-এর সভাপতি মুফতী তক্বী উসমানী।
তিনি বলেন, মাদরাসা নিবন্ধন আইনের বিল অনুযায়ী গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এক্ষেত্রে মাওলানা ফজলুর রহমান এবং সংসদ সদস্য কামরান মুরতাজার চেষ্টাগুলো অত্যন্ত সম্মানযোগ্য।
তিনি আরও বলেন, মাদরাসা নিবন্ধন বিল কার্যকর হওয়ায় জাতিকে অভিনন্দন জানাচ্ছি। প্রদেশগুলো যেন সে মোতাবেক আইন প্রয়োগ করতে পারে।
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান-এর সংসদ সদস্য কামরান মুরতাজা বলেন, মাওলানা ফজলুর রহমান এবং দ্বীনি মাদরাসাগুলোর নেতৃবৃন্দের চেষ্টায় এ বিজয় অর্জিত হয়েছে।
এর আগে গত রোববার মাদরাসা নিবন্ধন বিলে স্বাক্ষর করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ফলে এখন মাদরাসাগুলোকে শিক্ষা বা শিল্প মন্ত্রণালয়ে নিবন্ধিত হতে হবে।
সূত্র: ডেইলি জং