বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

হাসানুল হক ইনু চার দিনের রিমান্ডে

ঢাকার গুলশান থানার হত্যা মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার প্রগতি সরণিতে গুলিবিদ্ধ হয়ে মো. বাহাদুর হোসেন মনির নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গুলশান থানায় ওই মামলা দায়ের করা হয়।

সোমবার হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে আসামিপক্ষের আইনজীবীরা। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড চেয়ে আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও বিভিন্ন মেয়াদে রিমান্ড দেয়া হয়েছে এই জাসদ নেতাকে।

সূত্র: বিবিসি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img