গাজ্জার কামাল আদওয়ান হাসপাতালে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম। তিনি বলেন, আবারও গাজ্জার হাসপাতালগুলো ইসরাইলি হামলার শিকার হচ্ছে।
ডব্লিউএইচও‘র প্রধান বলেন, ইসরাইলি হামলায় গাজ্জার কামাল আদওয়ান হাসপাতাল বন্ধ হয়ে গেছে। পরে অসুস্থদের ইন্দোনেশিয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ডব্লিউএইচও‘র প্রধান আরও বলেন, আহলি আরব এবং আল-ওয়াফা হাসপাতালেও হামলা করা হয়েছিল। গাজ্জার অধিবাসীদের চিকিৎসাকেন্দ্রের প্রয়োজন রয়েছে। তাই ইসরাইলি বাহিনী যেন এসব হামলা বন্ধ করে।
এর আগে শুক্রবার উত্তর গাজ্জার সর্বশেষ হাসপাতাল কামাল আদওয়ানে হামলা চালায় ইসরাইল। এ হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। এছাড়া হাসপাতালটির পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে ধরে নিয়ে যায় ইসরাইলি বাহিনী।
সূত্র: সামা টিভি