মঙ্গলবার | ৮ জুলাই | ২০২৫

সুদানের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদী ইন্তেকাল করেছেন

spot_imgspot_img

সুদানের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পারিবারিক সূত্রে ও পার্টির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি হাসপাতালে ভর্তি হওয়ার তিন সপ্তাহ পরে তিনি করেন। এছাড়াও তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায়।

৮৪ বছর বয়সী আল-মাহদী সুদানের সর্বশেষ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির তাকে ক্ষমতাচ্যুত করেন।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে সুদানের বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের স্বীকৃতির বিরুদ্ধে তিনি জোড়ালো প্রতিবাদ জানিয়েছিলেন।

গত মাসে আল-মাহদী করোনাভাইরাসে আক্রান্ত হন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল। সুদানের একটি হাসপাতালে ভর্তি হওয়ার পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আমিরাতে স্থানান্তর করা হয়েছিল।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img