রবিবার, মে ১৯, ২০২৪

ইসরাইলের রাফা হামলা; জার্মানির কড়া প্রতিক্রিয়া

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল দক্ষিণ গাজ্জার রাফা শহরে ট্যাঙ্কের বহর পাঠানোর পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি।

এক টুইটবার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ইসরাইলের জন্য রাফায় অভিযান পরিচালনা উচিৎ নয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, রাফায় এক দশমিক ৫ মিলিয়ন মানুষ রয়েছে। তারা শুধু বাতাসেই বিলীন হয়ে যাবে, এমনটি হতে পারে না। এ সময় রাফায় বড় কোনো অভিযানের ব্যাপারে তিনি ইসরাইলকে সতর্ক করেন।

তিনি আরো বলেন, এক মিলিয়ন মানুষ কেবল বাতাসে বিলীন হয়ে যেতে পারে না। তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মানবিক সহায়তার প্রয়োজনে রাফা ও কেরেম শালোম সীমান্ত ক্রসিংও অবিলম্বে খুলে দিতে হবে।

সূত্র : আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img