রবিবার, মে ১৯, ২০২৪

চলতি মাসে ঢাকায় আসছেন ডোনাল্ড লু

চলতি মাসে ঢাকা আসছেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আগামী ১৪ থেকে ১৬ মে এ সফর অনুষ্ঠিত হতে পারে। সফরের কর্মসূচি চূড়ান্ত করতে আলোচনা চলছে।

বাংলাদেশ নিয়ে ডোনাল্ড লু’র সর্বশেষ আলোচিত ঘটনা ছিল জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই সব রাজনৈতিক দলকে সংলাপে বসার আহ্বান জানিয়ে গত ১৩ নভেম্বর লেখা চিঠি।

চিঠিতে বলা হয়েছিল, আমেরিকা চায় শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও অবাধে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এজন্য সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থেকে সংযম পালনের আহ্বান জানানো হচ্ছে। আমেরিকা কোনো রাজনৈতিক দলের পক্ষাবলম্বন করে না। কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই আমেরিকা সব পক্ষকে সংলাপ বসার আহ্বান জানাচ্ছে। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আমেরিকা সমভাবে ভিসানীতির প্রয়োগ অব্যাহত রাখবে।

ঢাকায় আমেরিকা দূতাবাস বিএনপি ও জাতীয় পার্টির কাছে ডোনাল্ড লু’র চিঠিটি পৌঁছে দেয়। কিন্তু আওয়ামী লীগের হাতে পৌঁছাতে তা আরো দুই দিন লেগে যায়। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১৫ নভেম্বর চিঠিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাতে পৌঁছে দেন।

চিঠি হাতে পাওয়ার পর ওবায়দুল কাদের বলেছিলেন, আজই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এখন সংলাপের সময় নেই। রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির সাথে সমমনা দলগুলো ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জন করে। জাতীয় পার্টিসহ সরকার ঘনিষ্ঠ দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে। ভারত, চীন ও রাশিয়া সর্বপ্রথম এই সরকারকে স্বাগত জানায়। পরবর্তী সময়ে অন্যান্য দেশও স্বাগত জানিয়ে সরকার প্রধানকে চিঠি দেয়।

পরবর্তী সময়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ওয়াশিংটন জানায়, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তবে বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে আমেরিকা আগ্রহী। ফেব্রুয়ারির শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানান, বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসাথে কাজ করতে আগ্রহী তার সরকার। একই মাসের শেষে ঢাকা সফর করেন বাইডেনের বিশেষ সহকারী ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এইলিন লাউবাখেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

ওই প্রতিনিধিদলে আমেরিকার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ইউএসএআইডির সহকারী প্রশাসক মাইকেল শিফার এবং দেশটির উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতারও ছিলেন। নতুন মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর এটি আমেরিকার উচ্চপর্যায়ের প্রথম সফর ছিল। সর্বশেষ, চলতি মাসে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্ব একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফর করে গেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img