রবিবার, মে ১৯, ২০২৪

শহীদ মায়ের গর্ভ থেকে জীবিত উদ্ধার শিশু শহীদ হলো ইসরাইলের রাফাহ দখলের হামলায়

শহীদ মায়ের গর্ভ থেকে জীবিত উদ্ধার হওয়া শিশু শহীদ হলো ইসরাইলের রাফাহ দখলের হামলায়।

মঙ্গলবার (৭ মে) রাফাহ-য় ভয়াবহ বিমান হামলা চালায় গাজ্জায় গণহত্যা পরিচালনাকারী অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সংবাদমাধ্যমের তথ্যমতে, রাফাহ-য় ইসরাইলের হামলায় শহীদ হওয়া শিশুটির নাম হানি কিশতা। তার বয়স মাত্র ৬ মাস ১৪ দিন। তার মা সাবরিন আস-সাকানি গত ২৩ অক্টোবর ইসরাইলের বর্বরোচিত হামলায় স্বামী শুকরি জাউদা ও ৫ বছর বয়সী কন্যা মালাক সহ শাহাদাত বরণ করেন। শাহাদাতের সময় তিনি ৮ মাসের গর্ভবতী ছিলেন। উদ্ধার কর্মীরা হানি কিশতাকে তার মায়ের গর্ভে জীবিত খুঁজে পায়। উদ্ধার কর্মীরা তখন তাকে দ্রুত রাফাহ-র আমিরাতি হসপিটালে নিয়ে যান। সেখানে তাকে বেবি ইনকিউবেটরে রাখা হয়। পরবর্তীতে হানি কিশতাকে তার চাচা রামি আল শেখের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তিনি তার ভরণপোষণ ও লালন-পালনের দায়িত্ব নিয়েছিলেন।

গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, ইসরাইলের রাফাহ দখলের হামলায় নারী-শিশু সহ এখন পর্যন্ত ২৭ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গিয়েছে।

সূত্র: আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img