বুধবার, মে ৮, ২০২৪

গাজ্জায় আবারো যুদ্ধ-বিরতির আহ্বান জানালো তুরস্ক

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান সংঘাতে আবারো যুদ্ধ-বিরতির আহ্বান জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পাশাপাশি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন তিনি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ব্রাজিলে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এসব আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গাজ্জায় হামলার শুরু থেকেই ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জন্য কঠোর ভাষায় নিন্দা জানিয়ে আসছে তুরস্ক। পাশাপাশি আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতেও অবৈধ দেশটির বিরুদ্ধে সরব দেখা গেছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে।

হাকান ফিদান বলেন, “গাজ্জায় চলমান ইসরাইলি বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে।”

সম্মেলনে, গাজ্জায় আরো বেশি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেছে মিশর, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সম্মেলনের মাঝে গাজ্জায় যুদ্ধ থামাতে ‘স্থায়ী পদক্ষেপ’ নেওয়ার বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবকের সাথে আলোচনা করেছেন হাকান ফিদান।

সূত্র: দি বিজনেস স্টান্ডার্ড

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img