বুধবার, মে ৮, ২০২৪

প্রাণঘাতী বন্যায় ভারতে ২০ জনের মৃত্যু; নিখোঁজ বহু মানুষ

ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় ভারতের দক্ষিণাঞ্চলে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তীব্র বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন শহর ও গ্রাম। কেরালা রাজ্যের কোত্তিয়াম জেলায় স্রোতে ভেসে গেছে বহু বাড়ি, নিখোঁজ হয়েছে বহু মানুষ।

ওই এলাকার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে বাসের মধ্যে পানি ঢুকে পড়ার পর যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। কেরালায় কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে ভূমি ধস দেখা দিয়েছে। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনী।

রবিবার (১৮ অক্টোবর) কর্মকর্তারা জানান, ভূমি ধসে আটকে পড়াদের উদ্ধারে এবং প্রয়োজনীয় ত্রাণ বিতরণে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ভয়াবহ এক ঘটনায় কোত্তিয়ামের একটি বাড়ি স্রোতে ভেসে গেলে ৭৫ বছরের দাদি এবং তিন শিশুসহ এক পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়েছে।

এছাড়া ইদুক্তি জেলায় ভূমি ধসের ধ্বংসাবশেষের নিচ থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখানে নিখোঁজ পাঁচ জনের সন্ধানে এখনও তল্লাশি চলছে।

কোল্লামসহ অন্য উপকূলীয় শহরের বেশ কিছু সড়ক ভেসে যাওয়ায় এবং গাছ উপড়ে পড়ায় আটকে পড়াদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে মাছ ধরা নৌকা। এছাড়া বহু মানুষ নিখোঁজ থাকার কথা জানা যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img