বুধবার, মে ৮, ২০২৪

দখল করা ভূমি ছেড়ে দেওয়ায় আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন পুতিন

নাগোরনো-কারাবাখের দখল করা ভূমি ছেড়ে দিয়ে সংঘাত নিরসনে আজারবাইজানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করায় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ানের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো নেতৃত্বাধীন কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের এক ভিডিও কনফারেন্সে দেশে বিরোধিতার পরও শান্তিচুক্তি বাস্তবায়নের সাহস দেখানোর জন্য এই প্রশংসা করেন তিনি।

আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অংশ বলে স্বীকৃত। কিন্তু এলাকাটি দখল করে রেখেছিল আর্মেনার সন্ত্রাসীরা।

পুতিন বলেছেন, সংঘাত নিরসনে পাশিনিয়ানের সিদ্ধান্তগুলো ছিল প্রয়োজনীয় কিন্তু বেদনাদায়ক। এমন সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনেক ব্যক্তিগত সাহসিকতার প্রয়োজন ছিল।

পুতিন বলেন, আমাদের এখন দায়িত্ব হলো প্রধানমন্ত্রী ও তার দলকে সহযোগিতা করা যাতে করে শান্তি নিশ্চিত হয়।

পাশনিয়ানের প্রতি পুতিন নিজের সমর্থনের কথা এমন সময় জানালেন যখন আর্মেনিয়ায় ব্যাপক চাপে রয়েছেন তিনি। শান্তিচুক্তি ঘোষণার পর থেকে রাজধানী ইয়েরেভানে নিয়মিত বিক্ষোভকারীরা রাস্তায় নামছেন। তারা পাশনিয়ানকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img