বুধবার, মে ৮, ২০২৪

সিলেটে বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নুরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ (২০ মে) এক বিবৃতিতে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে সিলেট নগরীসহ সিলেটের বিভিন্ন উপজেলায় লাখো মানুষ পানি বন্দী হয়ে পরেছে। অনেক কৃষী জমি পানিতে তলিয়ে ফসল নষ্ট হয়ে গেছে। এতে কৃষকরা দিশেহারা। পানি বন্দী মানুষরা দুর্বিসহ জীবন যাপন করছে। সরকারের পক্ষ থেকেও ত্রাণ তৎপরতা তেমন দৃষ্টি গোচর হয়নি। বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রান পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নেতৃদ্বয় সংগঠনের নেতা কর্মী এবং সর্বস্তরে ব্যবসায়ী, ধনাঢ্যবান ও প্রবাসীদেরকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img