রাষ্ট্রীয় নিরাপত্তার উপর হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতির পদপ্রার্থী ইয়াসিন শানুফির ভাই হায়কাল শানুফি এবং আন-নাহদা পার্টির প্রধান রশিদ আল ঘানুশির ছেলে মোয়াজ ঘনুশিসহ চারজনকে আটকের ঘোষণা দিয়েছে তিউনিসিয়ার বর্তমান সরকার। তবে এই অভিযোগকে অস্বীকার করেছেন মোয়াজ ঘানুশি।
তিনি এক বিবৃতিতে জোর দিয়ে বলেন, সাবেক রাষ্ট্রপতির পদপ্রার্থী ইয়াসিন আল-শানুফির সাথে আমার সাক্ষাত হয়নি এবং হওয়ারও কোনো সম্ভাবনা নেই। সরকার আমাদের উপর মিথ্যা অভিযোগ আরোপ করছে।
শনিবার (২২ অক্টোবর) আল-কুদস আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।
তিউনিসিয়ার সরকার বলছে, সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দাঙ্গা চালানোর জন্য জনগণকে অর্থ প্রদান করেছে অভিযুক্তরা।
এই ঘটনায় আন নাহদা পার্টি নিন্দা জানিয়ে বিৃবতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশ পরিচালনায় ব্যর্থতার কারণে এবং জনগণের অতি ক্রোধের সম্মুখীন হয়ে আন নাহদা পার্টির প্রধান এবং তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে সরকার।
আন নাহদা পার্টির ওই বিবৃতিতে আরও বলা হয়, কেউ যদি এই পার্টি এবং নেতাদের মানহানি করার চেষ্টা করে তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হবে।