রবিবার, মে ১৯, ২০২৪

গাজ্জা সংকট উত্তরনে তুরস্কের ভূমিকা তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

ফিলিস্তিনের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের প্রচেষ্টা অব্যহত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তিনি বলেন, গাজ্জায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে কাতারের সাথে যোগাযোগ রয়েছে অব্যহত রয়েছে।

রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন হাকান ফিদান।

হাকান ফিদান তিনি বলেন, আমরা যদি গাজ্জা ট্র্যাজেডি থেকে শিক্ষা না নেই এবং সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রীয় সমাধান অনুসরণ না করি, তবে এটি শেষ গাজ্জা যুদ্ধ হবে না। বরং আরও যুদ্ধ এবং আরও অশ্রু আমাদের জন্য অপেক্ষা করবে।

তিনি বলেন, আমাদের উচিত ইসরাইলকে ১৯৬৭ সালের সীমানা মেনে নেওয়ার জন্য আহ্বান জানানো। শুধু হামাস নয়, সমস্ত ফিলিস্তিনি জনগণ ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img