বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: পাক-প্রেসিডেন্ট

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেইজিং ও ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।

শনিবার (১৮ মার্চ) চীনের গনমাধ্যম ‘সিসিটিভিকে’ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

পাক-প্রেসিডেন্ট বলেন, আমরা চাই আফগানিস্তান শান্তিপূর্ণভাবে স্থিতিশীল অবস্থায় ফিরে আসুক‌। এতে চীনেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি তারা পুনরায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনে তাহলে চীন ও পাকিস্তান যৌথভাবে তাদের উন্নয়ন ও পুনর্গঠনে সহায়তা করবে।

পাক-প্রেসিডেন্ট আরও বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি যদি স্থিতিশীল থাকে তাহলে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) উন্নয়ন ও সাফল্যের মুখ দেখবে।

তিনি বলেন, সিপিইসির অন্যতম সুবিধা হল আফগানিস্তানসহ মধ্য এশিয়ার অনেকগুলো দেশ গোয়াদর বন্দর ব্যবহারের মাধ্যমে তাদের পণ্য রপ্তানি করতে পারবে।

এ বিষয়ে আফগান ডেপুটি অর্থমন্ত্রী আবদুল লতিফ নাজারি বলেন, সিপিইসি-র সাথে সংযোগের মাধ্যমে আফগানিস্তানের রপ্তানি ও আমদানির সুবিধা রয়েছে। যার ফলে এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অন্যদিকে, আফগানিস্তানের উপ-তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ জানান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে এখানে প্রতিবেশী দেশগুলোর বিনিয়োগের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, আফগান সরকার পাকিস্তান ও চীনের সাথে ভালো অর্থনৈতিক সম্পর্ক স্থাপনে ইচ্ছুক।

উল্লেখ্য, তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি না দিলেও তাদের সাথে ৫৪০ মিলিয়ন ডলারের জ্বালানি চুক্তি করেছে চীন। যা ২০২১ সালে তালেবান নেতৃত্বাধীন সরকার পুনরায় ক্ষমতায় আসার পর বড় কোনও বৈদেশিক বিনিয়োগ। চীন জানায় তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদকে স্বীকৃতি দেয় তারা।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img