সোমবার, মে ২০, ২০২৪

ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে কুয়েতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ: এরদোগান

ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে কুয়েতের অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বুধবার (৮ মে) আঙ্কারায় কুয়েতের আমির শেখ মিশাল আহমাদ আল-জাবের আস-সাবাহের সাথে এক বৈঠকে তিনি একথা বলেন।

এরদোগান বলেন, ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে কুয়েতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থান ফিলিস্তিনিদের অধিকার রক্ষা ও ফিরে পাওয়াকে আরো জোরদার করবে।

তিনি আরো বলেন, গত অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে আঙ্কারা স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মুসলিম বিশ্বের উচিত স্থায়ীভাবে ফিলিস্তিন সংকট সমাধানে ১৯৬৭ এর সীমান্ত অনুসারে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যার ভৌগোলিক সীমারেখা পূর্ব জেরুসালেম হয়ে সম্পৃক্ত হবে রাজধানী কুদসের সাথে।

বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট ও কুয়েতের আমির প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন, দু’দেশের বাণিজ্যের মাত্রা বৃদ্ধি, অর্থনৈতিক কমিশন ব্যবস্থা পুনরুজ্জীবিত করণ, স্বাস্থ্য, শিক্ষা-সংস্কৃতি, পর্যটন ও কূটনীতিতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি সহ নানান উন্নয়নমূলক প্রজেক্ট নিয়ে আলোচনা করেন। বৈঠক পরবর্তী এক অনুষ্ঠানে উপসাগরীয় আরব দেশটির সাথে ৬টি সহযোগিতা চুক্তি সাক্ষর করেন। গত ডিসেম্বরে আমির পদে দায়িত্বগ্রহণকারী শেখ মিশাল আহমাদ আল-জাবেরকে সম্মানসূচক রাষ্ট্রীয় পদক অর্ডার অফ স্টেট মেডেল দিয়ে সম্মানিত করেন।

এছাড়া তিনি কুয়েতের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও নিরাপত্তায় তুরস্কের সমর্থন অব্যাহত রাখার ও গুরুত্বের সাথে দেশটির সর্বস্তরে যোগাযোগ রক্ষা করে চলার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে তুরস্ক সফরে যান কুয়েতের আমির শেখ মিশাল আহমাদ আল-জাবের আস-সাবাহ। গত ৭ বছরে এটি কুয়েতের কোনো আমিরের প্রথম তুরস্ক সফর।

সূত্র: আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img