সোমবার, মে ২০, ২০২৪

আশ-শিফায় খোঁজ মিললো ৩য় গণকবরের ; আবিষ্কৃত মোট গণকবর ৭

অবরুদ্ধ গাজ্জার আশ-শিফা হাসপাতাল কমপ্লেক্স এরিয়ায় ৩য় গণকবর খুঁজে পেলো ফিলিস্তিন মেডিকেল টিম।

বুধবার (৮ মে) গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আশ-শিফা হাসপাতাল কমপ্লেক্স এরিয়ায় ৩য় আরেকটি গণকবর খুঁজে পেয়েছে আমাদের মেডিকেল টিম। এখন পর্যন্ত ৪৯টি লাশ উদ্ধার করা হয়েছে কবরটি থেকে। মেডিকেল টিম তাদ্রর অনুসন্ধান অব্যাহত রেখেছে এবং আরো লাশ খুঁজে পাওয়ার আশঙ্কা করছে। উদ্ধারকৃত লাশগুলোর মাঝে বেশ কয়েকটি মাথা বিহীন লাশ ছিলো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সেন্ট্রাল গাজ্জার আশ-শিফা হাসপাতাল কমপ্লেক্স এরিয়ায় ৩টি, দক্ষিণ গাজ্জার খান ইউনুসে অবস্থিত আন-নাসের মেডিকেল কমপ্লেক্স এরিয়ায় ৩টি ও উত্তর গাজ্জার কামাল আদওয়ান হাসপাতালে ১টি সহ এখন পর্যন্ত সর্বমোট ৭টি গণকবর খুঁজে পাওয়া গিয়েছে। এসব গণকবর থেকে এখন পর্যন্ত ৫২০টি লাশ উদ্ধার করা হয়েছে, যেগুলোর প্রায় সবগুলোই দ্রুত নষ্ট করতে অত্যাধুনিক ও বিশেষ পচন প্রক্রিয়া অনুসরণের প্রমাণ পাওয়া গিয়েছে।

এছাড়াও মন্ত্রণালয়ের পক্ষ জানানো হয় যে, ইহুদিবাদী দখলদার ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৮৪৪ জন ফিলিস্তিনি নিহত ও ৭৮ হাজার ৪০৪ জন আহত হয়, যাদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img