বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

দেশব্যাপী বিএনপি-জামায়তের সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে

৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী। তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন আজ।

৭২ ঘণ্টার এই অবরোধ ভোর ৬টা থেকে শুরু হয়ে ২ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। অবরোধকে সমর্থন করে বিএনপি-জামায়তের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন।

এদিকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নে দলের তৃণমূল নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়েছেন বিএনপি’র হাইকমান্ড। সারা দেশে সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভিডিওবার্তা দিয়েছেন বিএনপি’র শীর্ষ নেতা। এ ছাড়া দায়িত্বশীল নেতাদের মাঠে থাকার নির্দেশনাও দেয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে আন্দোলন কর্মসূচি প্রণয়ন ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img