তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, অস্ত্র সমর্পণ না করলে সিরিয়ার মাটিতে কুর্দি সন্ত্রাসীদের দাফন করা হবে।
কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াকে ধ্বংস করতে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কুর্দি সন্ত্রাসীদের কোনো স্থান নেই। ওয়াইপিজি একটা সন্ত্রাসী সংগঠন; যারা আমাদের এবং কুর্দি ভাইদের মধ্যে বিভেদ চায়।
তিনি আরও বলেন, সময় এসেছে দায়েশ এবং কুর্দি সন্ত্রাসীদের নির্মূল করার। কেননা, সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ার অস্তিত্বের জন্য হুমকি।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্টস একটা সন্ত্রাসী সংগঠন। কেননা, তাদের ওপর ওয়াইপিজি‘র প্রভার রয়েছে। ওয়াইপিজি কুর্দি সন্ত্রাসীদের সাথে জড়িত রয়েছে।
সূত্র: এআরওয়াই নিউজ