শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৭১

আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত পাকতিকা প্রদেশে সম্প্রতি বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় ৭১ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে। পাকিস্তানের এ হামলায় সকল নিহতদের সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রতিবেদনটিতে আরও বলা হয়, হামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ডারসহ ৭১ জনকে হত্যা করা হয়েছে।

এদিকে এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। বিবৃতিতে বলা হয়, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারিজমি বলেন, এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে পাকিস্তান। আমরা এর কঠোর নিন্দা জানাচ্ছি।

অন্যদিকে পাকিস্তানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, এ ধরণের হামলা এবারই প্রথম নয়। এর আগেও পাকিস্তান ড্রোন হামলার মাধ্যমে আফগানিস্তানে ‘সন্ত্রাসী নেটওয়ার্কগুলো’কে লক্ষ্যবস্তু করেছিল, তাদের ব্যাপক ক্ষয়ক্ষতিও করেছিল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img