গাজ্জায় বিমান হামলা চালিয়ে ৫ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। নিহতরা হলেন- ইবরাহীম শেখ খলীল, মুহাম্মাদ, ফয়সাল, আয়মান ও ফাদী। এরা সকলে আল-কুদস টিভি চ্যানেলে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-কুদস টিভি চ্যানেল।
জানা যায়, মধ্য গাজ্জার নুসাইরাত ক্যাম্পের আল-আওদা হাসপাতালে নিউজ কভারেজ করতে আসা আল-কুদস টিভি চ্যানেলের একটি গাড়িতে বিমান হামলা চালায় ইসরাইল। এতে গাড়িতে থাকা চ্যানেলটির ওই পাঁচ সাংবাদিক নিহত হয়। যদিওবা আক্রান্ত গাড়িটিতে স্পষ্ট অক্ষরে প্রেস (press) লেখা ছিল। এ হামলায় আরও পাঁচজন ফিলিস্তিনি শহীদ হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
ইসরাইলি সামরিক বাহিনী হামলার বিষয়টি স্বীকার করেছে। তাদের নির্লজ্জ দাবি, ‘সন্ত্রাসী’দের টার্গেট করা হয়েছে।
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ জানায়, গাজ্জায় গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে হত্যা করা হয়েছে।
সূত্র: জিও নিউজ