শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

সাদপন্থিদের নিষিদ্ধসহ তিন দফা দাবি

সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে রাজধানীর কাকরাইলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তাবলিগ জামাতের শুরায়ে নেজামির অনুসারীরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা করা হয়।

গত ১৭ই ডিসেম্বর মধ্যরাতে টঙ্গী ইজতেমার মাঠে হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে কাকরাইল মসজিদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন উত্তরা জামিয়াতুল মানহালের প্রিন্সিপাল মুফতী কেফায়েতুল্লাহ আজহারী।

এ সময় তিন দফা দাবি জানানো হয়,

১. বারবার আক্রমণকারী এই সন্ত্রাসী সাদপন্থিদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা।

২. ১৭ই ডিসেম্বর গভীর রাতের হত্যাযজ্ঞ এবং ২০১৮ সালের পহেলা ডিসেম্বরের হামলার সাথে জড়িত সব আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা।

৩. কাকরাইল মারকাজ ও টঙ্গী ইজতেমার মাঠসহ তাবলীগের সকল কার্যক্রম শুরায়ে নেজাম এর অধীনে পরিচালিত করা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img