মাহবুবুল মান্নান
চট্টগ্রাম এম ই এস কলেজের সাবেক অধ্যাপক ও জিরি মাদরাসার মুহাদ্দিস ডক্টর মাওলানা আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, ফ্রান্সের পণ্য বর্জনের আন্দোলনকে বেগবান করতে হবে।তাদের পণ্যের তালিকার লিফলেট প্রতিটা মুসলমানদের হাতে হাতে থাকতে হবে ও জনসচেতনতা গড়ে তুলতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম সাতকানিয়া কেরানিহাটে আল্লামা আহমদ শফি রহ. ও মাওলানা মুহাম্মাদ তৈয়্যব রহ.স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন।
আলোচনা সভার আয়োজন করেন সাতকানিয়া লোহাগাড়া ওলামা পরিষদ।
ডক্টর খালিদ হোসাইন আরো বলেন, মুসলমানরা নিজের প্রাণের চেয়ে ও বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন। তাই তাঁকে নিয়ে কোন অবমাননা হলে মুসলমানরা তাঁর ইজ্জত রক্ষায় নিজের প্রাণ উৎসর্গ করতে ও দ্বিধা করবে না।
তিনি আল্লামা আহমদ শফী ও মাওলানা মুহাম্মাদ তৈয়্যব রহ.কে স্মরণ করে বলেন, হযরতদ্বয় আজীবন মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। শিরক-বেদয়াত ও কুসংস্কারের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জামেয়া ইসলামিয়া পটিয়ার মুঈনে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী।