বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

মুফতী মুহাম্মাদ ওয়াক্কাসের ইন্তেকালে মাওলানা জিয়া উদ্দীনের শোক

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, বেফাকের সহসভাপতি ও সাবেক মন্ত্রী, ইসলামী ধারার প্রবীণ রাজনীতিবিদ মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়েখ জিয়া উদ্দীন।

বুধবার (৩১ মার্চ) সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

মাওলানা জিয়া উদ্দীন বলেন, মুফতি ওয়াক্কাস ছিলেন এদেশের বর্ষীয়ান রাজনীতিবীদ। ইসলাম, দেশ ও মিল্লাতের তরে মুফতী মুহাম্মাদ ওয়াক্কাসের অনেক খিদমাত রয়েছে। তিনি একজন বড়মাপের মুফতি ও শায়খুল হাদীস ছিলেন। ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে আন্দোলন, বিতর্কীত শিক্ষানীতি বিরোধী আন্দোলন, হেফাজতের ১৩ দফা আন্দোলনসহ সকল আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। একাধিকবার তিনি জেলও খেটেছেন। তার ইন্তেকালে ইলমী ও সিয়াসী অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

মাওলানা জিয়া উদ্দীন মরহুম মুফতী মুহাম্মাদ ওয়াক্কাসের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img