বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি বোমাবর্ষণ হয়েছে গাজ্জায়!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গাজ্জায় সবচেয়ে বেশি বোমাবর্ষণ হয়েছে হামলা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডাব্লুএ)।

শুক্রবার (২৯ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে এক বিবৃতিতে ইউএনআরডাব্লিউএ ফিলিস্তিনি শরণার্থীদের দুর্দশার কথা তুলে ধরে এ তথ্য জানায়।

বিবৃতিতে ইউএনআরডাব্লিউএ ফিলিস্তিনি শরণার্থীদের দুর্দশার কথা তুলে ধরে জানায়, গাজ্জায় গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি বোমা হামলা হয়েছে। এটি বিশ্বের দীর্ঘতম অমীমাংসিত শরণার্থী সংকট হিসেবে রয়ে গেছে।

২০২২ সালের ৭ অক্টোবর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে স্বরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর থেকে আজ পর্যন্ত গাজায় প্রায় ৪৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরাইল।

গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজ্জায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গাজ্জায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img