বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি হলো ইসলামী শরীয়াহ : মাওলানা হক

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও ঢাকা রাহমানিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক বলেছেন,মানবতার মুক্তির জন্য দেশে ইসলামী শরীয়াহ কায়েম করা জরুরি।দেশে ইসলামী শরীয়াহ কায়েম হলে সব ধরনের অন্যায়,অবিচার ও জুলুম থেকে মানুষ মুক্তি পাবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার ২ দিনব্যাপী ৮৫ তম ইসলামী মহাসম্মেলনে প্রথম দিন বয়ানে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক আরো বলেন,কুরআন ও সুন্নাহের পরিপন্থী যা কিছু আছে তা হচ্ছে তাগুত। তাগুতকে হটিয়ে দেশে ইসলামী শরীয়াহ কায়েম করার জন্য প্রয়োজনে আরেকটি বিপ্লব করতে হবে।

হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলীল আহমদ কাসেমী বলেন, সাহাবায়ে কেরাম দাওয়াতের কাজ নিয়ে ছড়িয়ে পড়েছিলেন বিশ্বময়। তাদের দাওয়াতের উসিলায় পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে।সাহাবাদের দাওয়াত ছিল একক পদ্ধতির। সেটা হলো, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত প্রদান করা।

অত্র মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন আনোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বয়ান করেন,হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মুফতী জসিম উদ্দিন,
মাওলানা খোরশেদ আলম কাসেমী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজ হক,হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা বারিধারা মাদরাসার মুহতামিম মুফতী মুনির কাসেমী,মাওলানা জুনাইদ আল হাবিব,মাওলানা আজিজুল হক মাদানি, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী,পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইকরাম হোসাইন অদুদী,মাওলানা জাকারিয়া আযহারী, মাওলানা জাহেদ উল্লাহ,মাওলানা হাবিবুল ওয়াহেদ,মাওলানা কামাল উদ্দিন কাসেমী ও মাওলানা আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।
মাহবুবুল

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img