বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে :মুফতী সদরুদ্দীন

জামিয়া ইসলামিয়া লন্ডনের শায়খুল হাদীস মুফতী সদরুদ্দীন বলেছেন, চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ইসকনের সদস্যদের হাতে নৃশংসভাবে খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু, সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।

শুক্রবার (২৯নভেম্বর) চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার ২ দিনব্যাপী ৮৫ তম ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী সদরুদ্দীন আরও বলেন, ছাত্র-জনতা ও তৌহিদী জনতার রক্তের বিনিময়ে এদেশ থেকে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করা হয়েছে।সুতরাং ফ্যাসিবাদকে কোন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে বাংলাদেশে আবার পুনপ্রতিষ্ঠা করার চেষ্টা করা মানে ছাত্র-জনতা ও তৌহিদী জনতার রক্তের সাথে গাদ্দারী করার শামিল।

পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন আনোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে আরও বক্তব্য রাখেন, আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দিন জিয়া, মাওলানা সাঈদুল হক আরমানী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা আবদুল বাসেত খান সিরাজি, চট্টগ্রাম নাজিরহাট মাদরাসার মুহতামিম মুফতী হাবিবুর রহমান কাসেমী, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, জিরি মাদরাসার মুহতামিম খোবাইব বিন তৈয়ব, মুফতী সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা ফরিদ উদ্দীন আল-মুবারক, মাওলানা নুরুল্লাহ, প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img