বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোগানের

ফিলিস্তিনের গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গাজ্জায় ইহুদিবাদী ইসরাইলের হত্যাকাণ্ডের জবাবে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ও যৌথ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুক্রবার (২৯ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত ‘গাজার ভবিষ্যৎ’ বিষয়ক আন্তর্জাতিক মানবিক সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

এরদোগান বলেন, প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনি ভাই-বোন গাজা উপত্যকায় শাহাদাতবরণ করেছেন যার বেশিরভাগই শিশু ও নারী। এছাড়া, ফিলিস্তিনের বেসামরিক জনগণকে লক্ষ্য করে চালানো ইহুদিবাদী ইসরাইলের সরাসরি বিমান হামলায় এক লাখের বেশি মানুষ আহত হয়েছেন।

তিনি বলেন, লেবাননে ইসরাইলের আগ্রাসনে সাড়ে তিন হাজার মানুষ শহীদ হয়েছেন। ইসরাইলের হামলায় উপসনালয়, স্কুল, হাসপাতাল এবং সব ধরনের বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। ইসরাইলের এই আগ্রাসনের মুখে ফিলিস্তিনি ভাইবোনদের জন্য পূর্ণাঙ্গ সংহতি নিয়ে তুরস্ক তাদের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, গত এক বছরের বেশি সময়ে তুরস্ক ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ৮৬ হাজার টন সহযোগিতা ত্রাণ দিয়েছে এবং যেসব দেশ ফিলিস্তিনকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে তাদের মধ্যে তুরস্ক অন্যতম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img