বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

৮ বছর পর সুন্নি মুসলমানদের নিয়ন্ত্রণে সিরিয়ার আলেপ্পো শহর

২০১৬ সালের পর এই প্রথম আলেপ্পোতে প্রবেশ করলো ইরান-রাশিয়ার মদদপুষ্ট বাশার আল আসাদ বিরোধী সুন্নি মুসলিম বাহিনী। তারা মাত্র ৩ দিনের অভূতপূর্ব অভিযানের মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে প্রবেশ করে। যা ইতিপূর্বে আসাদ সরকার সুন্নি মুসলমানদের থেকে দখল করে নিয়েছিল।

মার্কিন বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, ভিডিও ফুটেজে ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে আলেপ্পো শহরের কেন্দ্রস্থলে কিছু সামরিক সজ্জিত বাহিনীকে নিজেদের পতাকা উত্তোলন করতে দেখা গেছে। এসময় তারা আল্লাহু আকবার স্লোগান দেন।

গত বুধবার শুরু হওয়া এই অভিযানটি আসাদ সরকারের বিরুদ্ধে সুন্নি মুসলমানদের এ যাবতকালের অন্যতম বৃহৎ সামরিক বিজয়। ২০০০ সাল থেকে আসাদ সরকার ইরান ও রাশিয়ার সমর্থনে এ অঞ্চলটির শাসন করে আসছিল।

আসাদ সরকারের সামরিক বাহিনীর ভাষ্যমতে, তারা একটি বড় ধরনের সামরিক আক্রমণের শিকার হয়েছে তবে শহরের সব যায়গায় তাদের অবস্থান নিশ্চিত করেছে বলেও উল্লেখ্য করেছে। কিন্তু এলাকার একাধিক বাসিন্দার বক্তব্য অনুযায়ী তারা ওই এলাকা থেকে সরকারি বাহিনীকে সরে যেতে দেখেছে। এছাড়া আসাদ বাহিনীর ট্যাঙ্ক শহর ত্যাগ করার ফুটেজও দেখা গেছে।

সিএনএন আরো জানায় বিজয়ী সুন্নি নেতা বলেছে, দখলদার আসাদ বাহিনী ও ইরানি মিলিশিয়াদের সাথে তীব্র সংঘর্ষের পর আলেপ্পো শহরের উপকন্ঠে আসাদ সরকারের সামরিক গবেষণা ঘাটির দখল নিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img