মাহবুবুল মান্নান
ফ্রান্সে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে পটিয়া তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩০অক্টোবর)বাদ যোহর পটিয়া রেলস্টেশন চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ হয়ে পটিয়া থানার মোড় চত্ত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে গোটা বিশ্বের মুসলমানদের অন্তরে আগুন জালিয়েছে।সকল মুসলমানদের উচিত ফ্রান্সের পণ্য বর্জন করা।তাদের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা।
এবং জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা বেলাল, মাওলানা মাহমুদ উল্লাহ,মাহবুব উল্লাহ,ও পটিয়া ক্রিকেট এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ হোসাইন।