বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

মাওলানা মাহমুদুল হাসানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চরমোনাই পীর

কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর চেয়ারম্যান, যাত্রাবাড়ী বড় মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা মাহমুদুল হাসানের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর।

আজ সোমবার (২৯ মার্চ) এক বিবৃতিতে চরমোনাই পীর এই দোয়া কামনা করেন।

চরমোনাই পীর বলেন, যাত্রাবাড়ী হুজুর দেশের ক্রান্তিকালে জাতীয় অভিভাবকের দায়িত্ব পালন করে থাকেন। মহান রব্বুল আলামিন শায়খে যাত্রাবাড়ীকে দ্রুত সুস্থতার নেয়ামত দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন এবং তাঁর নেক হায়াত আমাদের জন্য ছায়াস্বরূপ করে দিন।

উল্লেখ্য যে, মাওলানা মাহমুদুল হাসান বেশকিছু দিন যাবৎ অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img