তুরস্ক শীঘ্রই সিরিয়ার আলেপ্পো শহরে একটি কনস্যুলেট স্থাপন করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
বুধবার (২৫ ডিসেম্বর) তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, তুরস্ক শিগগিরি আলেপ্পোতে একটি কনস্যুলেট স্থাপন করবে এবং আগামী গ্রীষ্মে লক্ষ লক্ষ সিরীয় অভিবাসী দেশে ফিরতে শুরু করবে। এজন্য আঙ্কারা সীমান্ত কার্যকলাপ বাড়ানোর আশা করছে।
এরদোগান আরও বলেন, কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ একটি মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সন্ত্রাসীগোষ্ঠী, যদি তারা অস্ত্র জমা না দেয় তাহলে আমরা সন্ত্রাসী এই সংগঠনটিকে নির্মূল করব যেটি আমাদের এবং আমাদের কুর্দি ভাইবোনদের মধ্যে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে।
সূত্র: পার্সটুডে