শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

অমিত শাহকে নির্লজ্জ বললেন মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথম দফায় ভোটে ২৬টি আসন পাবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের ওই বক্তব্যের কড়া সমালোচনা করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এমন নির্লজ্জ বিজেপি নেতা দেখিনি। গতকালই ভোট গিয়েছে আর আজকে এসে বলছে কটা আসন পাবে। মানুষই বলবে কে জিতবে, আমি নয়।

রোববার (২৮ মার্চ) অমিত শাহের বক্তব্যের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন।

মমতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দফার ভোট শেষ হতেই ৩০–২৬ আসন পাবে বলে ঘোষণা করছে! ২৬টা কেন? বাকি চারটে কি কংগ্রেস, সিপিআইএমের জন্য রাখা? ৩০–এ–৩০ বলুন না!‌ তাহলে তো গোল্লাটা বেশি হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‌৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। আমি জানি মা–বোনেরা আমাকে ভোট দিয়েছেন। কিন্তু আমি একটাও আসন বলব না। আমি জানি মানুষ আমাদেরই ভোট দিয়েছেন। তাই সেটা আমি মানুষকেই বলতে দেব। মানুষ আমাদের না দিলে যেখানে আমরা পিছিয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারতে হতো না। ‌

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img