চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ২৩শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন দেলোয়ার হোসেন এবং আবদুর রহিম।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মাদ রাশেদুজ্জামান বলেন, সোমবার নগরীর আগ্রাবাদ এলাকার দোভাষ রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেলোয়ার হোসেনের কাছ থেকে ১২শ’ পিস ইয়াবাসহ আবদুর রহিমের কাছ থেকে ১১শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।