বন্যপ্রাণী রক্ষায় পিছিয়ে নেই আফগানের তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া সরকার।
সোমবার (১৩ জানুয়ারি) একটি বন্য হায়েনা উদ্ধার করে প্রকৃতির মাঝে অবমুক্ত করে দেশটির সরকার।
সংবাদমাধ্যমের তথ্যমতে, নাঙ্গারহারের খিবা জেলার দুর্গম গ্রাম কাশকোটে পাহাড়ি আফগানদের বসতির সুরক্ষা ফাঁদে একটি বন্য হায়েনা আটকে পড়ে। যা পরবর্তীতে উদ্ধার করে অবমুক্ত করার ব্যবস্থা নেয় ইমারাত সরকারের স্থানীয় প্রতিনিধিরা।
নাঙ্গারহার তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি কাশকোটে বসবাসরত যাযাবরদের ফাঁদে একটি বন্য প্রাণী আটকা পড়ে। প্রদেশের প্রাণী ও পরিবেশ সংরক্ষণ বিভাগ জানায়, সেটি ছিলো একটি বন্য হায়েনা। যা উদ্ধার করে পরবর্তীতে প্রকৃতির মাঝে অবমুক্ত করে দেওয়া হয়।
উল্লেখ্য, তালেবান ও আফগান জনগণের ব্যাপারে পশ্চিমা মিডিয়ায় প্রচারিত এতদিনের খবর যে ডাহা মিথ্যা ও পরিকল্পিত প্রোপাগাণ্ডার অংশ তা ক্রমেই আরো স্পষ্ট হয়ে উঠছে।
মিডিয়া প্রোপাগাণ্ডার বদৌলতে পশ্চিম বিশ্ব বিশ্ববাসীর অন্তরে এটি বদ্ধমূল করে দিয়েছিলো যে, তালেবান ও আফগান মুসলিমরা খুবই হিংস্র প্রকৃতির। তারা সর্বদা মানব ও পশু হত্যায় মেতে থাকে। নারী-শিশু ও অবুঝ প্রাণীরাও তাদের কাছে নিরাপদ নয়।
কিন্তু আফগান থেকে গাজ্জা গণহত্যার মদদদাতা আমেরিকা ও ইউরোপীয় সামরিক জোট ন্যাটোর পরাজয় স্বীকার পূর্বক বিদায় আফগান বিষয়ে তাদের একতরফা মিডিয়া প্রোপাগাণ্ডার বলয় ভেঙে দেয়। বিশ্ববাসী সরাসরি আফগান বিষয়ে তথ্য পেতে শুরু করে। স্বচক্ষে যাচাইয়ে আসতে শুরু করে আফগান ভ্রমণে। যা তালেবান ও আফগান জনগণের ব্যাপারে তাদের ভুল ধারণা ভেঙে দেয়। বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাতকারে আফগান ভ্রমণ করে যাওয়া বিদেশী পর্যটকগণ স্বীকার করেন যে, তারা তাদের এতদিন ভুল জেনে এসেছেন। তাদের সামনে আফগানিস্তান, তালেবান ও আফগান জনগণকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হতো। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তারা বিভিন্ন মন্ত্রীকে জনগণের ও প্রকৃতির সেবা করতে দেখেছেন। এমনকি তাদেরও সেবা করেছেন ও আপ্যায়ন বলে বিস্ময় প্রকাশ করেন। তাদের সবচেয়ে বেশি যা আশ্চর্য করে তা হলো, তাদের সাধাসিধে জীবনযাপন ও সর্বদা জনগণের জন্য নিজ কার্যালয় কোনো প্রতিবন্ধকতা ছাড়াই উন্মুক্ত রাখা।
সূত্র: আরটিএ