সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

গাজ্জায় যুদ্ধাবিরতির আহ্বান বাইডেনের

গাজ্জায় অবিলম্বে যুদ্ধবিরতি জন্য ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

চলতি মাসের ২০ তারিখে হোয়াইট হাউসে শপথ গ্রহণের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। তার হোয়াইট হাউসে ফেরার আগে যুদ্ধ বন্ধের চুক্তির জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে বাইডেন প্রশাসন।

রোববার (১২ জানুয়ারি) নেতানিয়াহুর সাথে ফোনে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন গাজ্জায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা সম্পর্কে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেন। এ সময় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার পাশাপাশি অবরুদ্ধ গাজ্জায় আটক ইসরাইলি বন্দীদের ফিরিয়ে দেয়ার উপর জোর দেন তিনি। যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা পাঠানোর কথাও বলেন তিনি।

হোয়াইট হাউস আরও জানায়, গত বছরের মে মাসে জো বাইডেন পর্যায়ক্রমে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করে। জো বাইডেনের এ ঘোষণার ওপর ভিত্তি করেই দোহায় চলমান আলোচনাটি হচ্ছে।

ফোনালাপে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের প্রতি সমর্থনের জন্য জো বাইডেনকে ধন্যবাদ জানান। তবে নেতানিয়াহু আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি শুধু যুদ্ধবিরতির প্রথম ধাপে যেতে ইচ্ছুক যেখানে এক সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে কিছু বন্দীদের মুক্তি দেয়া হবে।

অপরদিকে যুদ্ধ-বিধ্বস্ত গাজ্জা থেকে ইসরাইলি সেনাবাহিনীকে প্রত্যাহার করতে জোর দিচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। কিন্তু নেতানিয়াহু হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার বিষয়ে অটল রয়েছেন।

সূত্র : আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img