আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার দাবালনে জ্বলন্ত লস অ্যাঞ্জেলেসে দমকল কর্মী সেজে চুরি ও লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। এ ঘটনা এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, দাবানলের মধ্যে ফায়ার ফাইটার বেশে চুরির ঘটনাও ঘটেছে। এতে এখন পর্যন্ত একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।
লস অ্যাঞ্জেলসের কাউন্টির শেরিফ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট লুনা জানান, মালিবু এলাকার একটি বাড়িতে চুরির সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি সেভেন লিখেছে, শেরিফ বিভাগ এক ব্যক্তিকে লস অ্যাঞ্জেলসের পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছে। লস অ্যাঞ্জেলসের পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন যে দমকলকর্মীর ছদ্মবেশ ধারণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসে দাবানল ঘিরে বিভিন্ন অভিযোগে ২৯ জনের মতো গ্রেপ্তার হয়েছে।