ফিলিস্তিনের উত্তর গাজ্জায় গত তিন দিনে ১০ জন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনা নিহত হয়েছে।
এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় প্রতিরোধ হামলায় ১০ জনেরও বেশি ইসরায়েলি সেনা নিহত ও বহু আহত হয়েছে।
আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেন, ঘোষণার চেয়ে ইসরাইলি সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। ইসরাইলি শত্রুরা উত্তর গাজ্জা থেকে পরাজিত হবে এবং প্রতিরোধ ভাঙতে না পেরে লজ্জার লেজ টেনে ধরবে।
তিনি বলেন বলেন, গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি সেনাবাহিনীর একমাত্র অর্জন হচ্ছে নিরীহ মানুষের বিরুদ্ধে ধ্বংস, ধ্বংসযজ্ঞ ও গণহত্যা