শনিবার, অক্টোবর ৫, ২০২৪

গুলশানে দুই ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার

রাজধানীর গুলশানে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দু’জনের গলায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশের ধারণা, কয়েক দিন আগেই তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-২, রোড নম্বর ১০৮-এর ২১ নম্বর প্লটের একটি চায়ের দোকানের ভেতর থেকে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারাল অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে। তারা ওই চায়ের দোকানে কাজ করতেন।

দুই ব্যক্তির নাম মুহাম্মাদ রফিক এবং সাব্বির। প্রথম ব্যক্তির বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img