বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফকে অর্থপাচার মামলায় গ্রেফতার করা হয়েছে। শাহবাজ শরীফ দেশটির পার্লামেন্টের বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল–এন) প্রেসিডেন্ট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অর্থপাচারের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, অর্থপাচার মামলায় শাহবাজ শরীফ লাহোর হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন। আদালত তার জামিনের আবেদন নাকচ করে দেন। পরে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়।

শাহবাজ শরীফ আদালতে হাজির হলে তার দলের বিপুলসংখ্যক নেতা–কর্মী ও সমর্থক সেখানে জড়ো হয়। পরে তাকে গ্রেপ্তার করা হলে তারা বিক্ষোভ করেন। পিএমএল–এনের ভাইস প্রেসিডেন্ট ও নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ এই গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

নওয়াজের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি প্রায় ১০ মাস ধরে লন্ডনে অবস্থান করছেন। জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। পরে আদালতের সমন পেয়েও হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img