জাতিসংঘে নিয়োজিত আমেরিকার ভারপ্রাপ্ত প্রতিনিধি রিচার্ড মিলস বলেছেন, বাইডেন প্রশাসন ফিলিস্তিনকে দেওয়া সাহায্য পুনরায় চালু ও কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চান যা ট্রাম্প প্রশাসন বন্ধ করে দিয়েছিল। এছাড়া অন্য রাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করতেও বাইডেন প্রশাসন প্রচেষ্টা অব্যাহত রাখবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিলস বলেন, বাইডেন প্রশাসন আমেরিকার সঙ্গে ফিলিস্তিনিদের পাশাপাশি ও ইসরাইলীদের সম্পর্কও শক্তিশালী করতে কাজ করবে। সেইসাথে আমেরিকার সঙ্গে ফিলিস্তিনি নেতৃত্ব ও ফিলিস্তিনি জনগণের সম্পর্ক উন্নত হওয়ার বিষয়গুলোও এতে অন্তর্ভূক্ত হবে।
তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি হবে ‘পারষ্পরিক সম্মতির ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধান, যেখানে একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পাশে ইসরাইল শান্তিপূর্ণভাবে ও নিরাপদে থাকবে।