আফগানিস্তানে গত মঙ্গলবার রাতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ ৪৬ জন নিহত হয়েছে। এই হামলাকে পাকিস্তানের বড় ধরনের নির্লজ্জতা বলে অভিহিত করেছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এই হামলার মাধ্যমে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে বলে কঠোর নিন্দা জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ ডিসেম্বর) হামিদ কারজাই এর অফিস থেকে স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হামলার কঠোর নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পাক-আফগান উত্তেজনাকর পরিস্থিতির পেছনে ইসলামাবাদের ত্রুটিপূর্ণ নীতিমালা দায়ী। পাকিস্তান সব সময় আফগানিস্তানকে দুর্বল করার প্রচেষ্টায় থাকে। যার জন্য আজ উভয় দেশের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এই টানাপোড়েন কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে হলে পাকিস্তানের উচিত তার নীতিমালা পর্যালোচনা করা।
সূত্র: কেপি