আফগানিস্তানে গত মঙ্গলবার রাতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ ৪৬ জন নিহত হয়েছে। বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।
বুধবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারিজমি বলেন, এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে পাকিস্তান।
তিনি বলেন, এই ধরনের বর্বরতাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও সরাসরি আগ্রাসন বলে মনে করে আফগানিস্তান। আমরা এ হামলার কঠোর নিন্দা জানাচ্ছি। পাকিস্তানের বোঝা উচিত এই ধরনের স্বেচ্ছাচারী হামলার মাধ্যমে কোনও সমস্যার সমাধান করা সম্ভব না।
সূত্র: তোলো নিউজ