ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। একই হামলায় গুরুতর আহত হয়েছে আরও ৬ জন।
বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর চালানো এই হামলার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে ইসলামাবাদ। পাকিস্তানের বরাত দিয়ে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, আফগানিস্তানে থাকা তেহরিকে তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকবাহিনী। তবে আফগানিস্তানে টিটিপির ঘাঁটি থাকার বিষয়টি অস্বীকার করেছে আফগান সরকার।
সূত্র: কেপি