ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তার অভিযোগে চীন এবং রাশিয়ার ৫টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। সে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেনের শপথ গ্রহণের আগে ইরানের ওপর আরেক দফায় নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টাম্প প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করে।
চীনের যে প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সে দুটি হচ্ছে চীনের চেংদুর বেস্ট নিউ মেটেরিয়ালস কোম্পানি লিমিটেড এবং যিবো এলিম ট্রেড কোম্পানি লিমিটেড। এ ছাড়া রাশিয়ার নিলকো গ্রুপ, এলেকন এবং এভিয়াযাপচেস্ট কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে।