পাকিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু ধর্মাবলম্বী একই পরিবারের ১১ সদস্য নিহতের জেরে ইসলামাবাদে বিক্ষোভ করেছেন স্বজন এবং তাদের কমিউনিটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তারা ইসলামাবাদে ভারতীয় হাইকিশনের সামনে বিক্ষোভ করেন।
এসময় হিন্দু পরিবারের ১১ সদস্য নিহতের ঘটনা অনুসন্ধানে তদন্তের দাবি জানান বিক্ষোভকারীরা।
পরিবারটি পাকিস্তান থেকে ভারতে গিয়েছিল। গেল মাসে ভারতের রাজস্থানের জোধপুর শহরে হত্যাকাণ্ডের শিকার হন তারা।
গণমাধ্যমকে পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান আইনজীবী রামেশ কুমার জনান, নিহত ১১ পাকিস্তানি হিন্দুর জন্য আমরা ন্যায় বিচার দাবি করছি।
বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেশ কয়েকবার হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়ার জন্য ভারতীয় সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। কিন্তু নয়াদিল্লি কোনো সাড়া দেয়নি বলে অভিযোগ পাকিস্তান কর্তৃপক্ষের।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ জানিয়েছেন, জোধপুরের ঘটনা সরকার এবং পাকিস্তানিদের জন্য অত্যন্ত উদ্বেগের; বিশেষ করে পাকিস্তানি হিন্দু সম্পদ্রায়ের জন্য।