সদর উপজেলার আখালিয়া বিজিবি গেইটের সামনে শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর দুই আরোহী আহত হয়েছেন।
নিহত মো. ফরিদ (২২) আখালিয়ার ধানুহাটারপার এলাকার রানা মিয়ার কলোনির মো. জসীমের ছেলে।
আহতরা হলেন-একই এলাকার মৃত রহমত আলীর ছেলে আলী হোসেন (১৮) ও কিতাব আলীর ছেলে রাশেদুল (১৫)।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, ছবি উঠানোর জন্য এক মোটরসাইকেলে তিন বন্ধু আখালিয়া থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। বিশ্ববিদ্যালয়ে যাবার আগে পথে আখালিয়া বিজিবি গেইটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লেগে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ফরিদকে মৃত ঘোষণা করেন।
আহত বাকি দুজন ওসমানী হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে রাশেদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।
সূত্র: ইউএনবি