মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে ব্যঙ্গচিত্র করার দায়ে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কার্যকর প্রতিবাদ জানানোর জোর দাবি জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ দাবী জানান।
এখলাছুর রহমান রিয়াদ বলেন, অতীতেও ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে নিয়ে বিভিন্নসময় ব্যাঙ্গচিত্র করা হয়েছে। সাম্প্রতিককালে সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অতীতের সকল ধৃষ্টতাকে ছাড়িয়ে গেছে। যা সারা বিশ্বের নবীপ্রেমী ঈমানদারদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তাই বিরানব্বই ভাগ মুসলমানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সরকারকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে এর কঠোর প্রতিবাদ জানাতে হবে। প্রয়োজনে ফ্রান্সের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।